বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অবৈধ ইটভাটার ব্যবস্থাপককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অবৈধ ইটভাটার চিমনি ও করাত কল ভেঙে ফেলা হয়।
শুক্রবার বিকেলে দণ্ডিত ব্যবস্থাপক ফরহাদ হাওলাদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ফরহাদ বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের মঞ্জুর হাওলাদারের ছেলে এবং আউলিয়াপুর গ্রামে অবৈধভাবে পরিচালিত মেসার্স টু স্টার ব্রিকসের ব্যবস্থাপক।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল হালিম বলেন, দুপুরে অবৈধভাবে পরিচালিত মেসার্স টু স্টার ব্রিকসে অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার ব্যবস্থাপক ফরহাদকে আটক করা হয়।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেন। এরপর ফরহাদকে ৬ মাসের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী সুকুমার দাস বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত করার অপরাধে ব্যবস্থাপককে কারাদণ্ড এবং ব্রিকসের চিমনি ও করাতকল ভেঙে ফেলা হয়।