বরিশাল সদর উপজেলা চরমোনাইস্থ এলাকায় কীর্তনখোলা নদীর পাশে অবৈধ ভাবে ফসলিজমি ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে দুইজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের বিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিন জোন রসুলপুর ক্যাম্পের ইনর্চাজ এনামুল হকের নেতৃত্বে চরমোনাই নামক স্থানে অভিযান চালানো হয়।
এসময় নদী ও ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটা অবস্থায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো নগরীর ২১নাম্বার ওয়ার্ডস্থ অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা আবুল মজিদ সিকদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন ও ৫নাম্বার ওয়ার্ডের পলাশপুর এলাকার বাসিন্দা আবু রশিদ মিয়ার ছেলে ফোরকান মিয়া। তারা দুইজনই পশুরহাট চরমোনাই পদ্মা ব্রিকস এর কর্মচারী।
বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিন জোন রসুলপুর ক্যাম্পের ইনর্চাজ এনামুল হক জানান, বরিশাল সদর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে কীর্তনখোলা নদী। পুরো নদী জুড়ে রয়েছে একাধীক ইটভাটা। ফলে ইটভাটার কিছু অসাধু ব্যক্তিরা তাদের স্বার্থের জন্য সরকারের কাছ থেকে কোন ইজারার অনুমতি না নিয়েই ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। নদীর পাশের মাটি কেটে নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই ব্যক্তিদের ধরে নিয়ে আসেন। পরে তাদেরকে সাঁজা প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রবিন শীষ। তিনি আটককৃত ২ জনকে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন। এসময় কোস্টগার্ডের দক্ষিন জোন রসুলপুর ক্যাম্পের সদস্য এসএম সাহম আজাদসহ অন্যান্য সদস্যরা।