বরিশালে অনুমোদনহীন কারখানা, মালিককে কারাদণ্ড

:
: ৪ years ago

বরিশালে মেসার্স টিআর এ কালার ক্যাম্প নামে অনুমোদনহীন একটি রংয়ের কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি’র এসআই মহিউদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম বৃহস্পতিবার (১২মার্চ) বিকেলে কাশিপুর ২৯নং ওয়ার্ডের মূখার্জীর পোল সংলগ্ন লাকুটিয়া সড়কের পাশে এ কারখানার সন্ধান পান। খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার (এসি,ডিবি) নরেশ চন্দ্র ঘটনাস্থলে হাজির হন। পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রাব্বির ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন কারখানা পরিচালনার দায়ে কারখানা মালিক মোঃ আনোয়ার হোসেনকে ছয় মাসের কারাদ- এবং কারখানার ম্যানেজারকে ১ মাস কারাদ- প্রদান করেন এবং কারখানাটি বন্ধ করে দেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় দুই বছর যাবত কাশিপুর মুখার্জীর বাড়ি পোল সংলগ্ন এলাকায় মোঃ কামাল হোসেন ও মোঃ আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি মেসার্স টিআর এ কালার ক্যাম্প নামের একটি রংয়ের কারখানা চালিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ডিবি’র এসআই মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই হাসনাইনসহ একটি টিম সেখানে উপস্থিত হয়। এ সময় কারখানার মধ্যে লেবেল ছাড়া অসংখ্য ড্রাম ভর্তি রং ও রং তৈরীর ক্যামিক্যাল পাওয়া যায়।

খবর পেয়ে এসি (ডিবি) নরেশ চন্দ্র, ইন্সপেক্টর হরিদাস নাগ, ইন্সপেক্টর ছবির হোসেন সেখানে উপস্থিত হন। পরবর্তীতে বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ হালিম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রাব্বি ঘটনাস্থলে যান। এ সময় পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইসহ প্রয়োজনীয় অনুমোদন না থাকায় কারখানার মালিক মোঃ আনোয়ারকে ছয় মাস এবং ম্যানেজারকে একমাস কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়া কারখানাটি সিলগালা করে দেন তারা।

এসি (ডিবি) নরেশ চন্দ্র জানান, কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন চলছিল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতে কারখানার মালিক ও ম্যানেজারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন এবং মৌখিকভাবে কারখানাটি বন্দ করে দিয়েছেন।