॥ বরিশালে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) বিষয়ে বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত।
আজ ৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) বিষয়ে বরিশাল বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ আতিকুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়সহ বরিশাল বিভাগের জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে দিনভর চলে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) বিষয়ে বিভাগীয় সেমিনার।