বরিশালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে প্রতিমন্ত্রী’র অর্থ সহায়তা

লেখক:
প্রকাশ: ৪ years ago

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদের ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আট হাজার গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের মাঝে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী’র পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান।

এ-সময় উপস্থিত ছিলেন ব‌রিশাল সদর উপ‌জেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন তালুকদার ও মহানগর ছাত্রলীগ নেতা মোঃমাহিদুর রহমান মাহাদ।