বরিশালে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী বাজারে ৩টি দোকান আগুনে পুড়ে গেছে। গত বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. রুবেল জানান, বুধবার গভীর রাতে সিদ্দিক টেইলার্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তার দোকান রুবেল স্টোর ও হানিফ স্টোরে। ওই সময় তিনি (রুবেল) দোকানের মধ্যে ঘুমিয়ে ছিলেন। কোনভাবে দোকান থেকে বের হয়ে ডাক চিৎকার করলে এলাকাবাসীর সহায়তায় আগুন নিভানো গেলেও ওই তিনটি দোকানে থাকা নগদ টাকা ও মালামাল সহ ভস্মিভূত হয়।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ওসি মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাকে জানানো হয়েছে।