পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশাল জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সব প্রার্থী (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে এ ৭টির মধ্যে ৪ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবুগঞ্জ ও বানারীপাড়ায় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে বরিশাল সদরে সাইদুর রহমান রিন্টু, গৌরনদীতে সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া আব্দুর রইচ সেরনিয়াবাত, বানারীপাড়ায় গোলাম ফারুক, মুলাদীতে তারিকুল ইসলাম খান মিঠু ও বাকেরগঞ্জে মোহাম্মদ শামসুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া হিজলায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন ঢালী ২৫ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের সুলতান মাহমুদ পেয়েছেন ১১ হাজার ৫৯২ ভোট।
উজিরপুরে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সিকদার (বাচ্চু) ৯২ হাজার ১৫১ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী কাপ-পিরিচ প্রতীকের হাফিজুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪৭৬ ভোট।
বাবুগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী ইমদাদুল হক ৩০ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী হাতুড়ি প্রতীকের মোজাম্মেল হক (ফিরোজ) পেয়েছেন ৬ হাজার ৬৯৯ ভোট।
বরিশালের ৭ উপজেলায় ৪৮৫টি কেন্দ্রে মোট ভোটার ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন ভোটার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com