বরিশালের ৪৩ গ্রামে আজ আগাম ঈদ উদযাপন, উৎসবের আমেজ

:
: ৫ years ago

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার ৪৩টি গ্রামের কয়েক হাজার পরিবার আজ মঙ্গলবার আগাম ঈদুল ফিতর পালন করছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে এবং মক্কা নগরীর সাথে তাল মিলিয়ে এরা যাবতীয় ধর্মীয় আচার্য্য পালন করেন।

বরিশাল বিভাগে এই সম্প্রদায়ের ৭৫টি মসজিদ রয়েছে। বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩নম্বর ওয়ার্ডের তাজকাঠী শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে আজ সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা এক অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বরিশাল নগরীর ৩টি এলাকা এবং জেলার ৪০টি গ্রামে আজ আগাম ঈদ উদযাপন করছেন চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা।

বরিশাল সিটি করপোরেশন এলাকায় তিনটি জামায়াতের মধ্যে প্রধান ও বৃহত্তম ঈদুল ফিতরের জামায়াত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় ২৩নং ওয়ার্ডে “তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ” প্রাঙ্গণে।

এছাড়াও পৌর এলাকার ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ও ২৬নং ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে এবং ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক জামায়াতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করে।

এছাড়াও বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে-হাফেজ লোকমান শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামে-পতাং শাহ্সুফি মমতাজিয়া মসজিদ প্রাঙ্গণে, জেলার মেহেন্দিগঞ্জের তালুকদারচর গ্রামে তালুকদার চর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

অপরদিকে দরবারের অনুসারীদের বাবুগঞ্জ উপজেলার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও বাবুগঞ্জের খানপুড়া চেয়ারম্যান বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে, কেদারপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, উজিরপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মাধবপাশা দুয়ারীবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে চরকালেখা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

হিজলা উপজেলার প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে শ্রীরামপুর গ্রামের শ্রীরামপুর দরবার শাহ্ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে। এছাড়াও কোলচর গ্রামে কোলচর শাহ্সুফি মমতাজিয়া মসজিদে শাহ্সুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তারা।

বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামে-সুন্দরকাঠি দরবার শরীফে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ।