বরিশালের ২৪টি কলেজ সরকারিকরণের জন্য আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রনালয়। আজ রোববার ২৪ কলেজ জাতীয়করণের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব নাসিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি হয়।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়ার পর আজ আদেশ জারি করা হলো।
এর আগে ৮ আগস্ট বরিশালের ২৪টি কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। ২ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়। আজ জাতীয়করণের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে।
বরিশাল বিভাগের ২৪টি সরকারিকরণ করা কলেজগুলো হলো আগৈলঝাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, হিজলা ডিগ্রি কলেজ, মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ, মুলাদি কলেজ, উজিরপুর শেরে-ই বাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ আবুল কালাম ডিগ্রি কলেজ,
তজুমদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ, বোরহান উদ্দিন আব্দুল জয়নাল কলেজ, মনপুরা ডিগ্রি কলেজ,
ঝালকাঠীর তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, নলছিটি ডিগ্রি কলেজ, রাজাপুর ডিগ্রি কলেজ,
কাউখালী মহাবিদ্যালয়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা বিশ্ববিদ্যালয়, দশমিনা আব্দুস রশিদ তালুকদার ডিগ্রি কলেজ, গলাচিপা ডিগ্রি কলেজ,
সুবিধখালী ডিগ্রি কলেজ, দুমকি জনতা কলেজ, রাঙ্গাবালি কলেজ, কলাপাড়া মোতাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, তালতলী ডিগ্রি কলেজ, বামনা ডিগ্রি কলেজ ও হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ।