বরিশালের ২১টি আসনে বুধবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৮২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তারা এ মনোনয়ন পত্র দাখিল করেন। বরিশালের ২১ আসনের দাখিলকৃত মনোনয়ন পত্রের তালিকা তুলে ধরা হলো।
বরিশাল-১ : জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি, বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক এমপি এম. জহিরউদ্দিন স্বপন, বিএনপির অপর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাকের পার্টির মনোনীত প্রার্থী জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রাসেল মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরিশাল-২ : আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নেতা এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল, জাতীয় পার্টি এরশাদ গ্রুপের চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দা রুবিনা আক্তার মীরা উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ইশা শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) মাওঃ মোঃ নেছার উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা এ.কে. ফজলুক হকের প্রপৌত্র ফাইয়াজুল হক রাজু, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন।
বরিশাল-৩ : বরিশাল-৩ আসনে জাতীয় পার্টি ও বিএনপির ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার দুপুর ২ টায় বিএনপি মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার নেতাকর্মীদের নিয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারি রির্টানিং অফিসার সুজিত হাওলাদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়াও মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল বুধবার দুপুর ১ টায় কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট জয়নূল আবেদীন এর পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান। এর আগে সকাল ১১ টায় জাতীয় পার্টির মনোনিত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ গোলাম কিবরিয়া টিপু মনোনয়ন পত্র দাখিল করেন। বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সভাপতি ও বর্তমান এমপি শেখ মোঃ টিপু সুলতান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আতিকুর রহমান আতিক।
বরিশাল-৪ : বরিশাল-৪ আসনে আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত (নৌকা) মার্কার প্রার্থী পংকজ নাথ। বেলা ২টার সময় বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মেজবাউদ্দিন ফরহাদ মনোনয়নপত্র জমা দেন। এছাড়া বাংলাদেশ ইসলামী ঐক্যজোট মনোনীত (মিনার) প্রতীকের প্রার্থী মুফতি সাইফুল¬াহ্ হাবিবী ও বাংলাদেশ খেলাফত মজলীস মনোনীত (দেয়াল ঘড়ি) প্রতীকের প্রার্থী অধ্যাপক রুহুল আমিন মনোনয়নপত্র দাখিল করেণ।
বরিশাল-৫ : বিএনপির যুগ্ম মহাসচিব এড. মজিবর রহমান সরোয়ার, জেলা বিএনপি (দক্ষিণ) এবায়েদুল হক চাঁন, আওয়ামীলীগের মনোনীত জেলা আ’লীগের সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, বিপ্লবী ওয়াকার্স পার্টির আব্দুস সত্তার, এনপিপির শামীমা নাসরিন, জেএসডির একে নুরুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন।
বরিশাল-৬ : বরিশাল-৬ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, জাসদ (ইনু) মোঃ মহসিন, জাসদ (রব) কেএম নুরুল ইসলাম, স্বতন্ত্র ফারুক আলম তালুকদার, ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির, গনফোরামের ফোরকান আলম খান, হিরন কুমার দাস মিঠু, জেপি খন্দকার মাহতাব উদ্দিন।
ঝালকাঠি-১ : ঝালকাঠি-১ আসনে বজলুল হক হারুন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি সকাল ১০টায় রাজাপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুলের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
ঝালকাঠি-২ : ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. হামিদুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া এই আসনে বিএনপির মনোনিত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন দলীয় নেতাকর্মীরা।
বরগুনা-১: আ’লীগের মনোনীত ধীরেন্দ্রনাথ সম্ভু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেছেন বলে জানা গেছে।
বরগুনা-২ : আওয়ামী লীগের পক্ষ থেকে বরগুনা ২ আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন পাথরঘাটা উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় তৃতীয়বারের মত মনোনয়পত্র দাখিল করেন। এর পর বেলা ১১ ঘটিকায় তিনবারের বিএনপির সাবেক সংসদ নুরুল ইসলাম মনি এর পক্ষে বিএনপির নেতাকর্মীরা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের পক্ষে জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা বিকলে পাচ ঘটিকায় মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনিত প্রার্থী গোলাম সারওয়ার হিরু মনোনয়ন পত্র দাখিল করেন।
পিরোজপুর-১ : আ’লীগের স.ম রেজাউল করিম মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেছেন বলে জানা গেছে।
পিরোজপুর-২ : জেপির আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেছেন বলে জানা গেছে।
পিরোজপুর-৩ : মনোনয়ন দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির ১নং সদস্য কর্নেল (অব.) শাহজাহান মিলন এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল।
পটুয়াখালী ১ : পটুয়াখালী ১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের পক্ষে তার বড়ভাই জেলা জাতীয় পার্টির সভাপতি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলতান হাওলাদার, বিএনপির‘র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেলা বিএনপি‘র সভাপতি এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, তার সহ-র্ধমিনী বেগম সুরাইয়া আক্তার চৌধুরী, স্বতন্ত্র সদর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মৃধা), গন ফোরামের আবদুল আজিজ, জাকের পার্টির মোঃ আবদুর রশিদ, ইসলামী আন্দোলনের আলতাফুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিপি)‘র আব্দুল মোতালেব মোল্লা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মোঃ সুমন সন্যামত, ইসলামী ঐক্যজোট আবদুর রহমান (শাহআলম), জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএল) খবির উদ্দিন রেজা তালুকদার, রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনায়নপত্র দাখিল করেন।
পটুয়াখালী-৪ : এরা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনীত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মহিব্বুর রহমান মহিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো: হাবিবুর রহমান হাওলাদার, বিএনপি মনোনীত কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো: মনিরুজ্জামান মনির, জাতীয় পাটি মনোনীত মহিপুর থানা জাতীয় পার্টিও সভাপতি মো: আনোয়ার হোসেন হাওলাদার, জাসদ (ইনু) মনোনীত কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমানের কাছে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভোলা-১ : ভোলা-১ সদর আসনে মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার হচ্ছেন তোফায়েল আহমেদ (আ’লীগ), ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (বিজেপি), রেবা রহমান (বিজেপি ), গোলাম নবী আলমগীর (বিএনপি), মাওলানা ইয়াছিন নবীপুরী (ইসলামী শাসনন্ত্র ), কেফায়েতুল্লাহ নজিব (জাপা)।
ভোলা-২ : ভোলা-২ আসনে মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন আলী আজম মুকুল (আ’লীগ), হাফিজ ইব্রাহিম (বিএনপি), ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), হুমায়ুন কবির সেলিম (স্বতন্ত্র), ওবায়দুর রহমান (ইসলামী শাসনন্ত্র)।
ভোলা-৩ : ভোলা -৩ আসনে মোট ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন নুরুন্নবী চৌধুরী শাওন (আ’লীগ), মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ (বিএনপি), অ্যাডভোকেট কামাল হোসেন (বিএনপি), মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী শাসনতন্ত্র ), নুরুন্নবী সুমন (জাপা)।
ভোলা-৪ : ভোলা -৪ আসনে মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (আ’লীগ), নাজিম উদ্দিন আলম (বিএনপি), নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মাওলানা মহিবুল্লাহ (ইসলামী শাসনতন্ত্র), এম এ মান্নান (জাপা)।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com