বরিশালের ১৮ বছর পলাতক দন্ডপ্রাপ্ত আসামী ঢাকায় গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ঢাকার আশুলিয়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ২০০৫ সালে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার একটি ধর্ষণ মামলার আসামি আরিফ ১৮ বছর ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের ভাষ্য, ঢাকার আশুলিয়া থানার জিরানী বাজার এলাকা থেকে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ থানার ২০০৫ সালের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার আরিফের বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, আরিফ হোসেনের বিরুদ্ধে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানায় ২০০৫ সালের একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৯ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন।

আরিফ হোসেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার আম্বিকাপুর গ্রামের মৃত কালাম শিকদারের ছেলে।