বরিশালের ১৪ আসনে বিএনপির প্রার্থী, ৭টি আসন পাচ্ছে ঐক্যফ্রন্টের শরিকরা

:
: ৬ years ago

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীদের তালিকা ঘোষণা শুরু করেন।

 

শুক্রবার ২০৬ প্রার্থীর নামের তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল। ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীর নাম আগামীকাল শনিবার ঘোষণা করা হবে। মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। এরমধ্যে বরিশাল বিভাগের ২১টি আসনের ৭টি আসন শরিকদের ছেড়েছে বিএনপি।

 

১৪টি আসনে প্রার্থীতার ঘোষণা দিয়েছে।বরিশালে ধানের শীষের প্রার্থীরা হলেন: পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৩ গোলাম মওলা রনি, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, ভোলা-২ হাফিজ ইবরাহিম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, ভোলা-৪ নাজিমউদ্দিন আলম, বরিশাল-১ জহিরউদ্দিন স্বপন, বরিশাল-২ সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৩ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল-৫ মজিবুর রহমান সরোয়ার, বরিশাল-৬ আবুল হোসেন খান, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর, ঝালকাঠি-২ জেবা আমিন খান, পিরোজপুর-৩ রুহুল আমিন দুলাল।