বরিশালের ১০ মুক্তিযোদ্ধার বাড়িতে উপহার নিয়ে গেলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

:
: ৭ মাস আগে

বিজয় দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক বরিশালের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে বিজয়ের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে এই শুভেচ্ছ বিনিময় করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ কে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ ১০ জন মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক প্রদান করা হয়।

এবার যে ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৫ জন বরিশাল মহানগরীর এবং ৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ আঃ জলিল বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালিক শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মানিক হাওলাদার।

সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) এম এ মলেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হোসেন গাজী ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব ইসলাম।

এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশালরা, বীর মুক্তিযোদ্ধারা।