পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সুরক্ষায় নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বরিশালের যুব সংগঠক সোহানুর রহমান। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা সেভ দ্য প্লানেট ট্রাস্টি বোর্ড তাকে সার্ভিস এক্সিলেন্স সম্মননায় ভূষিত করেছে।
আজ শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বাংলাদেশে সফররত সেভ দ্য প্লানেটের চেয়ারম্যান মো. হাসান-উজ-জামান আকন ক্লাইমেট টক অনুষ্ঠানে সোহানুর রহমানের হাতে এ পুরষ্কার ও সনদ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, একাত্তর টেলিভিশনের বরিশাল প্রধান বিধান সরকার, স্পিড ট্রাস্টের মিশন হেড দিপু শামসুল ইসলাম, আইসিডিএ’র আনোয়ার জাহিদ, এনায়েত হোসেন শিবলু, রহিমা সুলতানা কাজল এবং সেভ দ্য প্লানেট কর্মী লুলু পারভীন প্রমুখ।
সোহানুর রহমান ২০১৭ সাল থেে সেভ দ্য প্লানেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন।’’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com