বরিশালের সোহান পেলেন সেভ দ্য প্লানেট সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সুরক্ষায় নিরবচ্ছিন্ন ও উদ্ভাবনীমূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বরিশালের যুব সংগঠক সোহানুর রহমান। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা সেভ দ্য প্লানেট ট্রাস্টি বোর্ড তাকে সার্ভিস এক্সিলেন্স সম্মননায় ভূষিত করেছে।

আজ শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বাংলাদেশে সফররত সেভ দ্য প্লানেটের চেয়ারম্যান মো. হাসান-উজ-জামান আকন ক্লাইমেট টক অনুষ্ঠানে সোহানুর রহমানের হাতে এ পুরষ্কার ও সনদ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বরিশাল বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, একাত্তর টেলিভিশনের বরিশাল প্রধান বিধান সরকার, স্পিড ট্রাস্টের মিশন হেড দিপু শামসুল ইসলাম, আইসিডিএ’র আনোয়ার জাহিদ, এনায়েত হোসেন শিবলু, রহিমা সুলতানা কাজল এবং সেভ দ্য প্লানেট কর্মী লুলু পারভীন প্রমুখ।

সোহানুর রহমান ২০১৭ সাল থেে সেভ দ্য প্লানেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন।’’

জাতীয়প্রচ্ছদবরিশাল এ সম্পর্কিত আরও পড়ুন:
লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। গণমাধ্যমকে ফারুকী বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হুমায়ূন সাধু। সেখানেই তার মৃত্যু হয় গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারেরও প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ২০ অক্টোবর হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপর তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ছবির মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু হুমায়ূন সাধুর। অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করেছেন তিনি।
৬ years ago