বরিশাল অঞ্চলের সাবেক সাব-রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২১ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. আলী আকবর বরিশাল বিশেষ জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন। এর আগে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বাদী হয়ে একটি মামলা করেন তিনি।
তদন্তের মাধ্যমে প্রণীত অভিযোগপত্রে বলা হয়, সিরাজুল ইসলামের নামে মোট ৭৩ লাখ ৬০ হাজার ৯৬১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জনের প্রমাণ পাওয়া যায়।
কিন্তু সম্পদ বিবরণী যাচাইকালে তার নিজ নামে ও স্ত্রীর নামে মোট ৩ লাখ ৮৬ হাজার ৬৪২ টাকার আয়ের উৎস পাওয়া গেছে।
সিরাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com