বরিশালের শাকিলা ইসলাম আইসিপিডি সম্মেলনে থাইল্যান্ড যাচ্ছেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

সোহানুর রহমান :: জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আমন্ত্রণে আন্তর্জাতিক জনসংখ্যা উন্নয়ন বিষয়ক সম্মেলনের (আইসিপিডি ২৫) আঞ্চলিক যুব পরামর্শ সভায় যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন বরিশালের যুব সংগঠক শাকিলা ইসলাম।

৩ দিনের সফরে রবিবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানযোগে ব্যাংককের উদ্দেশ্যে রওনা করেছেন তিনি।

শাকিলা ইসলাম ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারী হিসেবে ২০১৮ সালে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জন করেন।

যুব সংগঠক হিসেবে শাকিলা দীর্ঘদিন ধরে শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায্যতা আদায়ে কাজ করে আসছেন। প্রশংসনীয় কার্যক্রমের স্বীকৃতি স্বরুপ প্ল্যান বাংলাদেশের মনোনয়নে শাকিলা এই সম্মেলনে যোগ দিয়ে সেপ্টেম্বরের ২৩ ও ২৪ তারিখ পরামর্শসভায় অংশ নিয়ে বাংলাদেশের যুব সমাজের টেকসই উন্নয়ন অভীষ্ট এবং জনসংখ্যা বিষয়ক মতামত তুলে ধরবেন।

এছাড়া ২৫ সেপ্টেম্বর ব্যাংককস্থ জাতিসংঘের আঞ্চলিক কার্যালয়ে আইসিপিডি কনফারেন্সের ফ্লাগশিপ ইভেন্টে শাকিলার যোগ দেয়ার কথা রয়েছে।