বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরে গত ৩ মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এই চরের ৫ হাজার মানুষের ব্যবহারের জন্য অবিলম্বে গৃহস্থালী বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।
সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা বাসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাসদের সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আন্তর্জাতিক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী।
বক্তব্য রাখেন মুজাম্মেল হক সাগর, রাকিব মল্লিক, রসুলপুর চরের সুবিধা বঞ্চিত বাসিন্দা রিপন মোল্লা, শহীদুল ইসলাম, জাকির হোসেন, আব্দুর রব প্রমুখ।
বক্তারা আগামী ৭ দিনের মধ্যে রসুলপুর চরে গৃহস্থালী বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান। ৭ দিনের মধ্যে এই দাবি আদায় না হলে ডিসি অফিস, সিটি করপোরেশন এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুশিয়ারী দেন বক্তারা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com