বরিশালের মনীষা চক্রবর্ত্তী জার্মানির কনফারেন্সে প্রধান আলোচক

লেখক:
প্রকাশ: ৫ years ago

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, জার্মানির আয়োজনে ‘প্রতিবন্ধী শিশুদের সুরক্ষা এবং করণীয়’ বিষয়ে সেমিনারে যোগ দিতে গতকাল ভোর সাড়ে ৬ টায় ঢাকা থেকে জার্মানির উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী।

আজ জার্মানির হামবুর্গে সেমিনারটি অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ডা. মনীষা চক্রবর্ত্তীকে আলোচক হিসেবে নির্বাচিত করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বাসদ বরিশাল জেলার নেতৃবৃন্দ।

ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, এই সাফল্য কেবল তার নিজের বা শুধু দলের নয়; এই সাফল্য পুরো বরিশালবাসীর। বরিশালবাসীর সমর্থন, সহযোগিতা আর দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। এই সেমিনারে ভালো কিছু করার মধ্য দিয়ে তিনি দেশ এবং বরিশালের সম্মানকেই বাড়ানোর চেষ্টা করবেন। ভালো কিছু করার জন্য সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যাশা করেছেন ডা. মনীষা চক্রবর্ত্তী।