বরিশালের ব্যাটিং অর্ডার ওলটপালটের কারণ জানালেন শান্ত

লেখক:
প্রকাশ: ২ years ago

পাঁচ ম্যাচে তিন জয় পেলেও ব্যাটিং ইউনিট নিয়ে এখনও প্রত্যাশিত ছন্দের দেখা পায়নি ফরচুন বরিশাল। দলটির ব্যাটিং অর্ডারে রোজই দেখা মিলছে অনেক অদলবদলের। তবে এসব অদলবদলের কারণে ব্যাটিং ইউনিট নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না নাজমুল হোসেন শান্ত।

খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে বরিশালের জয় বড় অবদান শান্তর। তবে আগের ম্যাচের মত এই ম্যাচেও ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। যেমন, ক্রিস গেইলের সাথে ওপেনিংয়ে নেমেছিলেন ডোয়াইন ব্রাভো।

গেইল আবার টুর্নামেন্টের শুরুতে ওপেনিংয়ে ঠাই পাননি। চতুর্থ ম্যাচে সাকিব আল হাসানকে আবার দেখা গেছে সাত নম্বরে, যেখানে কখনই আগে ব্যাট করা হয়নি সাকিবের।

খুলনার বিপক্ষে ৬ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে এসব ওলটপালটের কারণ জানান শান্ত। তিনি বলেন, ‘আমাদের যেরকম ব্যাটিং ইউনিট আছে, সবাই সব জায়গায় ব্যাটিং করার সামর্থ্য রাখে। টিম কম্বিনেশনের কারণে পরিস্থিতি অনুযায়ী যার যে জায়গায় ব্যাটিং করা প্রয়োজন ঐ জায়গাতেই ব্যাটিং করানো হচ্ছে। এমন না যে আমরা স্যাটেল করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি কার কী ভূমিকা। ম্যাচ শুরুর আগে আলোচনা করা হয় কার কী ভূমিকা, কাকে কখন ব্যাটিংয়ে যাওয়া লাগবে। আমরা খুব ভালোমত পরিকল্পনা করেই আসি।’

চতুর্থ ম্যাচে ব্যাটিং ইউনিটকে অর্ডারে সাজানোর সময় যেন ঠিক উল্টে ধরা হয়েছিল। জ্যাকব লিনটট নেমেছেন ওপেনিংয়ে! জিয়াউর রহমান নেমেছিলেন ওয়ান ডাউনে। শান্ত মনে করেন, দলের প্রত্যেকেরই আছে টপ অর্ডার সামলানোর সামর্থ্য।

তিনি বলেন, ‘সবার ওপরে ব্যাটিং করার সামর্থ্য আছে। যারা ব্যাটিং করছে তারা কেউ আগে ওপরে ব্যাটিং করেনি এমন নয়। বাঁহাতি বেশি থাকায় দুই-একটা এক্সপেরিমেন্ট আমরা করেছি। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে আমরা এই জিনিসটা করেছি। এটা নিয়ে আমরা সবাই খুশি।’

এ সময় সাকিবের সাত নম্বরে ব্যাট করা নিয়েও মুখ খোলেন শান্ত। তিনি বলেন, ‘সাকিব ভাই কখনও সাতে ব্যাট করেনি, কিন্তু দলের প্রয়োজনে সাত নম্বরে করেছে। এই শাফলিং দলের কথা চিন্তা করে। এমনও হতে পারে আরেক ব্যাটারকে অন্যদিন সাতে যেতে হতে পারে যে কিনা ওপরে ব্যাটিং করে।পরিস্থিতি অনুযায়ী যেখানে করা প্রয়োজন সবাই সেখানেই করছে।’