বরিশাল জেলার সক্রিয় ডাকাত সর্দার মিজু ওরফে ডাকাত মিজানকে আটক করেছে বরিশাল মেট্টোপলিটন বন্দর থানা পুলিশ।
গতকাল সোমবার(৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আটক করা হয়। জানা গেছে চলতি বছরের জুলাই মাসে বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ধোপাকাঠি গ্রামের মীরা বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছিলো।
সেই ডাকাত দলের বেশ কয়েকজন সদস্যকে আটক করলেও ধরাছোয়ার বাইরে চলে যায় অন্তজেলা ডাকাত দলের সর্দার মিজান। সোর্স নিয়োগের মাধ্যমে বন্দর থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) শাহ মোঃ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ পরির্দশক (এসআই)সামসুল ইসলাম, সহকারী উপ-পুলিশ পরির্দশক(এএসআই) শওকত খেজুর তলা এলাকা থেকে আটক করে।
যানা গেছে, মিজু ওরফে মিজানের বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে বরিশাল মেট্টোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার তালুকদার জানান, অনেক কষ্টের ফসল হলো ডাকাত সর্দার আটক।
তিনি আরো বলেন, আমাদের থানা এলাকায় বিশেষ অভিযান চলমান আছে।সূত্র জানা গেছে মিজু ওরফে মিজান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম চরামদ্দী গ্রামের শাহজাহান মৃধার ছেলে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com