বরিশালে প্রথমবারের মত বইয়ের বিনিময়ে বই কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
দুইদিন ব্যাপী এই কর্মসূচীতে একটি বই দিয়ে একটি বই পড়ার সুযোগ পাবেন পাঠকরা।
শুক্রবার (০৫ মার্চ) বিকাল ৫টায় বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে দুই দিন ব্যাপি এই কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ।
গ্রন্থদ্বীপ সংগঠনের আয়োজনের এই কর্মসূচীতে প্রথম পর্যায়ে দুই হাজার বই সংগ্রহ করা হয়েছে পাঠকদের জন্য। এই বইগুলো পড়তে পাঠককে একটি বই দিয়ে একটি বই নিতে হবে।
উদ্যেক্তা মাহফুজ রায়হান বলেন, সাধারণ মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমাদের এই উদ্যেগ। আমরা নিজেদের মধ্যে থেকেই দুই হাজার বই সংগ্রহ করেছি। দুই দিনে আরো হবে। অনেকের বাসায় অনেক বই রয়েছে যা তারা পড়ছেন না। সেই বইগুলো এখানে দিয়ে তারা পছন্দের বই নিতে পারবেন এখান থেকেই।
পুরনো বই দিয়ে পছন্দের বই নেয়ার সুযোগ বরিশালে প্রথম হওয়ায় এটাকে অসাধারন উদ্যোগ বলছেন উদ্যানে আগতরা।
শেখ সুমন নামে আরেক উদ্যেক্তা বলেন, আমাদের ৪০ জনের অধিক পাঠক এই উদ্যগে সহযোগিতা করেছে। তাছাড়া শুভাকাঙ্খীরাও বই দিয়ে সহযোগিতা করেছেন। শনিবারও তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই কর্মসূচী চলবে। আশা করছি অনেক বই প্রেমী মানুষের সমাগম হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com