মোঃ শাহাজাদা হিরাঃ গতকাল ১৭ সেপ্টেম্বর সকাল ৯ টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন এলাকায় পরিদর্শন করেন নবাগত বিভাগীয় কমিশনার রাম চন্দ দাস। এসময় তিনি বলেন বাংলাদেশের মানচিত্র সৃষ্টিতে যাদের আত্মত্যাগ আমাদের বাঙ্গালী জাতী হিসেবে স্মীকৃতি এনে দিয়েচে তাদের স্মৃতি রক্ষায় বধ্যভূমি সংরক্ষণে আমাদের কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল কালাম তালুকদার, বীর প্রতিক মহিউদ্দিন মানিক, মুক্তিযোদ্ধা এম জে কে ভুলু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, রাজনৈতিক ব্যক্তিত্ব হোসেন চৌধুরী নানা। উপজেলা নির্বাহী কর্মকর্ত মোঃ হুমায়ন কবির, সদর এসিল্যান্ড, সহকারী নির্বাহী মেজিস্ট্রেট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধারা বিভাগীয় কমিশনার কে ত্রিশ গোডাউন বধ্যভূমির ইতিহাস তুলে ধরে এটি সংরক্ষণের দাবি যানান। মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বধ্যভূমি সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবির বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে এর পাশাপাশি ত্রিশ গোডাউন বধ্যভুমির ইতিহাস ঐতিহ্যগত দিক বিবেচনা করে আমরা বধ্যভূমি সংস্কার ও সংরক্ষণে কাজ করবো। এ কাজে আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com