বরিশাল সিটি কর্পোরেশনের তরুণ সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন সোহাগ কৃষ্ণ পিপলাই বাপ্পি। তিনি মেসার্স পিপলাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
সোমবার নগরীর হোটেল গ্রান্ড পার্ক হোটেলে সকাল ১০ টায় সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পান তিনি।
সর্বোচ্চ করদাতা হিসেবে তরুন এই ব্যবসায়ী বরিশাল বিভগীয় কমিশনার রাম চন্দ্র দাসের কাছ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহন করেন। তিনি বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী সত্য কৃষ্ণ পিপলাইয়ের একমাত্র ছেলে। গত বছর ২০১৬-১৭ করবর্ষে সর্বোচ্চ ৩ জন কর প্রদানকারীর মধ্যে একজন ছিলেন তরুণ এই করদাতার পিতা সত্য কৃষ্ণ পিপলাই। একই বছর সর্বোচ্চ মহিলা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন তার মাতা শিপ্রা রাণী পিপলাই।
২০১৭-১৮ করবর্ষে সর্বোচ্চ ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। কর প্রদানের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানিয়ে সোহাগ কৃষ্ণ পিপলাই বাপ্পি জানান, করদান সরকারের প্রতি দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। তার ও তার পরিবারের কর প্রদানের এই ধারাবাহিকতা সবসময়ই বজায় থাকবে জানিয়ে তিনি সকলকে কর প্রদানের জন্য আহ্বান জানান।