বরিশালের তরুণ নির্মাতা নাহিদের নাটক ‘মেম্বার জামাই’

লেখক:
প্রকাশ: ৬ years ago

সম্পূর্ণ বরিশালের ভাষায় তরুণ পরিচালক মজিবর রহমান নাহিদ নির্মাণ করেছেন নাটক ‘মেম্বার জামাই’। বরিশালের একঝাঁক তরুণ-তরণীদের নিয়ে নির্মিত নাটকটির বরিশালের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে। প্রিয় মাল্টিমিডিয়া নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন মোহন খান, কানিজ ফাতেমা জ্যোতি, এইচ আর হীরা, এইচ এম হেলাল, জাকারিয়া আল-আমিন, জারা, জারা খান, সিফাত, পারভেজ, সাইফুল, রাহিম, ফাহিম, মাসুদ রানা সহ আরও অনেকে।

এতে প্রধান সহকারী পরিচলনায় ছিলেন আশিকুল ইসলাম সজিব। ক্যামেরায় কাজ করেছেন নির্মাতা নিজেই। সহকারী ক্যামেরাম্যান হিসেবে ছিলেন ইমন খান। নাটকটি ইউরেটল ক্যাবেল নেটওয়ার্কসহ বরিশালের বিভিন্ন ক্যাবেল নেটওয়ার্কে সোমবার (০২ এপ্রিল) প্রচারিত হয়।

এছাড়াও প্রিয় মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ‘priyo multimedia’ তে নাটকটি মুক্তি পায় গত ১লা এপ্রিল। এব্যাপারে তরুণ নির্মাতা মজিবর রহমান নাহিদ জানায়,‘সব সময় ভালো কিছু নির্মাণের চেষ্টা করি, আমাদের প্রাণের বরিশালের ভাষা নিয়ে এবারের নাটকে কাজ করেছেন বরিশালের এক ঝাঁক তরুণ-তরুণী। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।’ ইতিমধ্যে বেশ সাড়াও পেয়েছেন বলে জানায় তিনি।

বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদের নির্মিত নাটকগুলো হলো, মরণব্যাধী সিরিয়াল, প্রেসিডেন্ট বাড়ির জামাই, শুধু ভালোবাসি বলে, আমি কে ইত্যাদি।’