বরিশাল নগরীর ঐতিহ্যকে লালন করে গড়ে ওঠা শত বছরের পুরনো জেল খালের স্রোতধারা রক্ষার্থে মাঠে নামছেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
সাবেক ডিসির অসমাপ্ত কাজ সম্পন্নের পাশাপাশি সকলের সহযোগীতাই পারে এ কাজকে সমাপ্ত করতে। মঙ্গলবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঐতিহ্যবাহী জেল খাল উদ্ধারে সাবেক জেলা প্রশাসক কর্তৃক গৃহীত অসমাপ্ত পদক্ষেপ ও উদ্যোগসমূহ যা সর্বমহলে প্রশংসিত হয়েছিল তা সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশনসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা চান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম তালুকদার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, এনজিও কর্মকর্তারা, সিটি করপোরেশন কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com