আব্দুল মজিদ হাওলাদার বয়স (৬০) বরিশাল নগরীর ঝাউতলা এলাকায় বসবাস। পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি তিনি। বয়সের ভারে এবং শারীরিক অসুস্থতায় পরিবারের ভরণপোষণ দেওয়াই দায়। একটি মেয়ে সরকারি মহিলা কলেজে পড়াশুনা করছে কিন্তু পড়াশোনা খরচ বহন করতে পারছেনা পরিবার। আব্দুল মজিদ পূর্বে ভ্যানে ফলের ব্যবসা করতো কিন্তু তার অসুখের চিকিৎসার জন্য জমানো টাকা শেষ হয়ে যায় বর্তমানে সে অসহায়। সে কিছুদিন পূর্বে সহযোগিতার জন্য জেলা প্রশাসক বরিশালের কাছে যান, তখন জেলা প্রশাসক বরিশাল তার কষ্টের কথা শুনে তাকে সহযোগিতার আশ্বাস দেয়।
তখন জেলা প্রশাসক সমাজসেবার মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাকে আবার ভ্যানে ফল ব্যবসা করার জন্য তার ভ্যানটি মেরামত করে তাকে দশহাজার (১০০০০) টাকার বিভিন্ন ফল কিনে দেন পাশাপাশি তার মেয়ে ইন্টারমিডিয়েটে সরকারি মহিলা কলেজে অধ্যায়নরত আছেন তার পড়াশোনার জন্য সহযোগিতা করেন। গতকাল ৫ মার্চ জেলা প্রশাসক বরিশাল এর কার্যালয়ের সামনে জেলা প্রশাসক তার নতুন জীবনের শুভ সুচনা করেন। তখন জেলা প্রশাসক বলেন, মজিদ সাহেব ফলের ব্যবসা করে নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তার জন্য জেলা প্রশাসন এর পক্ষ থেকে সহযোগিতা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com