তানিয়া আক্তার (২৩) পিতৃত্বহিন এক কন্যা সন্তানের জননী। ২ বছরের কন্যা সন্তান নিয়ে বরিশাল লঞ্চঘাট, বঙ্গবন্ধু উদ্যান, কেডিসি এলাকায় ভবঘুরে জীবন যাপন করছে তানিয়া। কর্ম হিসেবে বেছে নিয়ে ভিক্ষাবৃত্তি। যেখানে রাত হয় সেখানেই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পারে, নেই মাথা গোঁজার ঠাঁই টুকু। গত ২৩ মার্চ জেলা প্রশাসক বরিশাল বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শনে গেলে সেখানে তাকে ভিক্ষা করতে দেখে তানিয়াকে ভিক্ষা করার কারন যানতে চান। তানিয়া বলে তার কেউ নেই সে আগে পান সিগারেট বিক্রি করে জীবন যাপন করতো এখন তার কোন পুঁজি না থাকায় ভিক্ষা করে।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তাকে অফিসে আসার জন্য বলেন। আজ ১ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে জেলা প্রশাসক বরিশাল এর নির্দেশে প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এর সহযোগিতায় তানিয়াকে ভিক্ষাবৃত্তি থেকে দূরে রাখার জন্য একটি চায়ের ফ্লাস্ক, চা পাতা, চিনি, পান-সুপারিসহ বিভিন্ন উপকরণ কিনে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তানিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, আরডিসি বরিশাল মোঃ আলী সুজা, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ।