জাল টাকা রাখার অপরাধে স্বামী স্ত্রী দুইজনকে ১৪ বছর করে সাজা দিয়েছে বরিশালের আদালত। আজ (৬ই) অক্টোবর মঙ্গলবার অতিরিক্ত জেলা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন ২য় অতিরিক্ত দায়রা আদালত আসামীদের অনুপস্থিতিতে কার্য দিবসের শেষ সময়ে এ সাজার এ রায় দেন। রায়ে আসামীদ্বয়ের প্রত্যেককে ১৪ বছর কারাদণ্ডের সাথে আরো ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানায়, সাজাপ্রাপ্ত আসামীদ্বয় হচ্ছে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানাধীন রবীন্দ্রনগর এলাকার ফকরুল ইসলাম রোকনের ছেলে দিদারুল ইসলাম শুভ ও তার স্ত্রী শিমু বেগম। তাদের বিরুদ্ধে ২০১২ সালের ২৬ নভেম্বর বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন র্যাব ৮ এর ডিএডি আলমগীর হোসেন।
অভিযোগে তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর রাতে দিদারুলের বাড়ি অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে শুভ ও শিমু দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ঘর থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৮ খানা ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এধরণের অভিযোগ দায়ের হলে তদন্তে সত্যতা পায় থানা পুলিশ। ২০১৩ সালের ৯ জানুয়ারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন আসামীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষ ১০ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামীদের ওই সাজা দেন। রায়ের সময় পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।