উইকেট ছিল ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। তাই শেষ ১২ বলে যখন প্রয়োজন মাত্র ৩১ রানের, তখনও অনেকে জয়ের আশা ছাড়েননি। কিন্তু হতাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবশেষ আসরের চ্যাম্পিয়নরা টানা তৃতীয় ম্যাচে হেরেছে। ফরচুন বরিশালের বিপক্ষে তারা পরাজিত হয়েছে ১২ রানে।
বরিশালের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬৫ রানেই থামতে হয়েছে কুমিল্লাকে। শেষ বল অবধি টিকে থাকা খুশদিল শাহ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। ২৭ বল খেলে ১ চার ও চার ছক্কায় তিনি খেলেন ৪৭ রানেরর হার না এক ইনিংস। এছাড়া লিটন দাস ৩২ ও ইমরুল কায়েস ২৮ রান করেন। মোসাদ্দেক হোসেন শেষ দিকে এসে ২৭ রান করেন।
বরিশালের হয়ে সাকিব, চতুরঙ্গ, কামরুল, ইফতিখার ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেছেন। ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে সাকিব আল হাসান হয়েছেন ম্যাচসেরা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com