বরিশালের কোচিং প্যানেলে সুজনের সঙ্গী হচ্ছেন ফাহিম

:
: ৩ years ago

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের জন্য আরও এক হেভিওয়েট ব্যক্তিত্বকে দলের সাথে নিয়েছে ফরচুন গ্রুপের দল বরিশাল। এবারের আসরে বরিশালের কোচিং প্যানেলে দেখা যাবে প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিমকে।

প্লেয়ার্স ড্রাফটের আগেই বরিশাল আইকন ক্রিকেটার হিসেবে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে কথা প্রায় পাকাপাকি করেছে। দলের কোচ হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটের খ্যাতনামা কোচ খালেদ মাহমুদ সুজন। তার সাথে যুক্ত হবেন ফাহিম।

 

বিসিবির সর্বশেষ নির্বাচনে ফাহিম ছিলেন সুজনের প্রতিদ্বন্দ্বী। এবার দুজনই কাজ করবেন একই দলের কোচ হিসেবে। বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন গ্রুপের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘আমরা একাডেমির ফাহিম স্যারকেও আমাদের দলে অন্তর্ভুক্ত করব। এখন পর্যন্ত এই চিন্তা করেছি। আমরা ভিত্তি শক্ত করছি। তাহলে খেলোয়াড়দের মনোবল ভালো থাকবে, ভালো খেলা উপহার দিতে পারবে।’

সেই ভিত্তি শক্ত করার লক্ষ্য থেকেই ফাহিম ও সুজনের মত দুই হেভিওয়েট কোচকে একই দলের কোচিং প্যানেলে রাখা। মিজানুর বলেন, ‘সুজন বিশ্বমানের ক্রিকেটার ছিলেন, এখন বিশ্বমানের কোচ। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলকে তিনি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন।’

সাকিবের কাঠগড়ায় ব্যাটিং ব্যর্থতা
আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে পেতে চায় বরিশাল।

এদিকে সাকিবকে আইকন ক্রিকেটার হিসেবে পেতে বেশ মরিয়া বরিশাল। কথাবার্তাও প্রায় চূড়ান্ত, এবার অপেক্ষা বোর্ডের সবুজ সংকেতের।

সাকিবকেই কেন আইকন হিসেবে পছন্দ, এমন প্রশ্নের জবাবে মিজানুর বলেন, ‘সাকিব কেন নয়? সে বিশ্বসেরা অলরাউন্ডার। সে আমাদের দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছে। গতবারও চেষ্টা করেছিলাম, তবে লটারিতে পাইনি। এ বছর আগেভাগেই বলে রেখেছি।’