বরিশাল নগরীর কেডিসি বালুর মাঠ রাজ্জাক স্মৃতি কলোনীতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) এসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- কেডিসি রাস্তাজ স্মৃতি কলোনীর বাসিন্দা মো. বারেক সিকদার ও মনোয়ারা বেগম দম্পতির ছেলে আরিফুর রহমান আরিফ সিকদার (২১) ও একই কলোনীর হারুন শেখ ও কহিনুর বেগম দম্পতির ছেলে মো. রাব্বি শেখ ওরফে রানা (২০)।
ডিবি’র এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজ্জাক স্মৃতি কলোনীর মাদক ব্যবসায়ী আরিফুর রহমান আরিফ সিকদারের ঘরে অভিযোন পরিচালনা করেন। এসময় ওই ঘর থেকে আরিফ ও রানাকে আটক করা হয়।
এসময় তল্লাশী করে তাদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com