বরিশাল নগরীর সাগরদী বাজার এবং সিকদার পাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী মহিউদ্দিন সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর জিলা স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানার এসআই সমিরন মন্ডল।
গ্রেফতার মহিউদ্দিন আলেকান্দা সিকদার পাড়া এলাকার লোকমান সিকদারের ছেলে। তার বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ভাই শাহাবুদ্দিন সিকদার স্থানীয় যুবলীগ নেতা হওয়ায় তার প্রভাবে মহিউদ্দিন দিন দিন বেপরোয়া হয়ে উঠেন বলে অভিযোগ রয়েছে।
কোতয়ালী মডেল থানার ওসি আতাউর রহমান জানান, সন্ত্রাসী মহিউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ৮টি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল মহিউদ্দিন। কিন্তু পরবর্তীতে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com