বরিশালের কাছে হেরে যা বললেন বিজয়

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বিপিএলে প্রথম ম্যাচে ১৯৭ রান সংগ্রহ করেও হারের মুখ দেখেছে দুর্বার রাজশাহী। ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হেরেছে এনামুল হক বিজয়ের দল। মূলত বোলারদের ব্যর্থতার কারণেই এমন হার তাদের বলে মনে করেন দলটির অধিনায়ক বিজয়।

আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান করে দুর্বার রাজশাহী। জবাবে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিজয় বলেন, ‘বিশাল (বোলিং) ঘাটতি বলব না। শফিউল ভাই লম্বা সময় পারফর্ম করেছেন। মোহর শেখ এনসিএলে ভালো করেছে। ভালো সুইং করাতে পারে। মৃত্যুঞ্জয় ভালো শেপে ছিল। যারা আছে তারা সবাই পারফর্মার, সবাই সামর্থ্যবান। বিপিএলের মতো বড় মঞ্চে অনেক বড় ক্রিকেটারদের সাথে খেলা হয়। সেখানে অভিজ্ঞতার প্রয়োজন হয়, দর্শকদের চাপ থাকে।’

‘আশা করি তারা নিজেদের সামর্থ্য দেখাতে সক্ষম হবে। এটা ছাড়া অধিনায়কের কিছু করার থাকে না। একজনের পরিবর্তে আরেকজন সুযোগ দেওয়া যেতে পারে তবে সে কতটা ভালো করতে পারবে সেটা তার উপর। এর বাইরে ভালো বিদেশি বা যারা এভেইলেবেল আছে তাদের মধ্যে আমরা যদি পারি বিবেচনা করব।’-যোগ করেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদের ২৬ বলে ৫৬ রান করা নিয়ে বিজয়ের কন্ঠে প্রশংসা, ‘অবশ্যই, রিয়াদ ভাই মুশফিক ভাই এমন ম্যাচ অনেক খেলেছে। তাদের হাত ধরে বাংলাদেশ এমন অনেক ম্যাচ জিতেছে। তারা জানে কিভাবে খেলাটা শেষ করতে হয়। আমার মনে হয়, বিশ্বের সেরা কিছু ফিনিশার যদি আমরা দেখি তাদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্যই পড়বেন। এমন বিশ্বমানের খেলোয়াড়েরা ফর্মে থাকলে সবার মধ্যে একটা ভীতি কাজ করে যেটা আমাদের বোলারদের মধ্যে হয়তোবা করেছে।’

উইকেট নিয়ে খুশি বিজয়, ‘এটা দারুণ ব্যাপার। এটা সবার জন্যই ভালো। দুইটা টিমকেই ধন্যবাদ জানাতে হয়। কাউকে না কাউকে হারতে হবে। আমরা হেরেছি কিন্তু দর্শকরা অনেক উপভোগ করেছে। চেষ্টা করব খেলোয়াড়েরা যেন ভালো আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচগুলোতে নামতে পারে। অন্যান্যবারও আমরা দেখি শুরুর ম্যাচটা রোমাঞ্চকর হয় এবার তার ব্যতিক্রম হয়নি। খুব ভাল একটা শুরু হয়েছে। আশা করি এটা চলমান থাকবে।’