বরিশালের কয়েক এলাকায় ঈদ উদ্‌যাপন

লেখক:
প্রকাশ: ২ years ago

শুক্রবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে নগরীর তাজকাঠী, জিয়াসড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া, বরিশাল সদরের সাহেবেরহাট এলাকাসহ জেলার প্রায় অর্ধশত মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।


পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত পরিচালনাকারী হাফেজ মাওলানা মো. আবু জাফর বলেন, আমরা সারাবিশ্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। রোজাদারের জন্য ঈদ হচ্ছে খুশির দিন, আনন্দের দিন।

এ মসজিদ কমিটির সভাপতি মমিন উদ্দিন বলেন, আমাদের প্রত্যাশা সারা পৃথিবীর মানুষ আমরা একই দিনে রোজা রাখব, ঈদ করব। আর এ নিয়ে দেশের ওলামারা একসঙ্গে বসে সিদ্ধান্তে আসুক সেই আশাও করছি।

২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজীবাড়ীর জাহাগিরিয়া শাহসুফী মমতাজিয়া জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লি আমির হোসেন জানান, নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার শুক্রবার ঈদ পালন করছেন।

এ দিকে বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের এক হাজারের বেশি পরিবারে শুক্রবার ঈদ উদযাপন হচ্ছে।  জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহাগিরি সুফী দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছেন।