বরিশালের ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন ধ্বংশ করার প্রতিবাদে মানববন্ধন

:
: ৫ years ago

শামীম আহমেদ ॥ বরিশালের ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন, এপিফানী চার্চের সৌন্দর্য্য পবিত্রতা সহ শত বছরের পুরানো গাছ নির্বিচারে কর্তন ও ঐতিহ্যবাহী কলেজ হোস্টেল ধ্বংশ করে বাণিজ্যিক স্টল নিমান করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরিশালের খ্রিস্টান সমাজ ও সর্বস্তরের জনগন।

আজ বৃহস্পতিবার (৮ই আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডে এই কর্মকমসূচী পালন করেন তারা।

নরভাট নিপু অধিকারীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন চালর্স দিলিপ গাইন, নিভু রঞ্জন বালা, নিলিমা জাহান, তাপস বৈদ্য, রিচার্ড দিগন্ত ও নিসার অধিকারী প্রমুখ।

বরিশালের প্রাণ কেন্দ্র বগুড়ারোডে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম অক্সফোর্ড মিশন গ্রীজা এই গ্রীজাটি দেশি-বিদেশি বহু দর্শনার্থী আসা সহ বরিশালের খ্রিষ্টান জনগোষ্ঠি এক নিরব প্রার্থণার ধ্যানস্থান।

কিন্তু গুটি কয়েক স্বার্থলোভী ব্যাক্তির প্রচরোনায় ও নিজ ধর্মযাজক্ত ক্ষমতা অপব্যবহার এই গ্রীর্জার মূল নকশা পরিবর্তন করে গ্রীর্জার সৌন্দর্য্য বিনষ্ট সহ পবিত্রতা ক্ষুন্ন করিয়া বাণিজ্যিক স্টল নির্মান করার পায়তারায় ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়ে পড়ার প্রতিবাদে এবং গ্রীর্জার সৌন্দর্য্য নষ্ট না করার দাবী জানান।