বরিশালের আগৈলঝাড়ায় একটি স্কুলের ০৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

লেখক:
প্রকাশ: ২ years ago

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কম, শিক্ষকরা দেরী করে স্কুলে আসাসহ বিভিন্ন অনিয়মের কারনে দক্ষিন পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষককে কারণ দর্শানোর নোঠিশ দেওয়া হয়েছে।

তারা তিন কর্মদিবসের মধ্যে এই কারণ দর্শানোর জবাব দিবেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত । স্থানীয় শিক্ষার্থী অভিভাবদের অভিযোগের ভিত্তিতে গত ৩০আগষ্ট সকালে সরেজমিন উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে সাংবাদিকদেরর উপস্থিতি টের পেয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান তড়িঘরি করে জাতীয় পতাকা উত্তোলন, স্কুলের মেইন গেট খোলা, ক্লাস রুমের দরজা খোলা নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।

সকাল ১০টা পরে ২য় শ্রেনীর ২জন ছাত্র-ছাত্রীদের নিয়ে পাঠদান শুরু করেন ওই সহকারী শিক্ষক সাইদুর রহমান। সাড়ে ১০টার সময় ৩য় শ্রেনীর আরও তিনজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসেন। ওইবিদ্যালয়ের ৩জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ দুইজন শিক্ষক ৩০ আগষ্ট স্কুলে আসেননি। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান। গত ৩০ আগষ্ট সকালে সাংবাদিকরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানোর পরে শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য দুই
শিক্ষককে গতকাল বৃহস্পতিবার কারণ দর্শানোর নোঠিশ দিয়েছে।

শিক্ষকরা তিন কার্যদিবসের মধ্যে ওই নোঠিশের জবাব দিবেন।
এব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত সাংবাদিকদের বলেন, ওই
স্কুলেরর প্রধান শিক্ষক উষা রানী বিশ্বাস সরকারের নিয়ম অনুযায়ী
শিক্ষার্থী স্কুলে উপস্থিত করতে পারেনি বলে তাকে শোকজ করা হয়েছে।

এবং সহকারী শিক্ষক সাইদুর রহমানকে যথাসময়ে স্কুলে না আসার জন্য ও
দোলা বাড়ৈ উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটি নেওয়া জন্য
কারন দর্শানোর নোঠিশ দেওয়া হয়েছে।