শনিবার সকালে বরিশাল নগরীর সিটি হকার্স মার্কেট ও লঞ্চঘাট এলাকায় গণসংযোগকালে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান জাহিদ ফারুক শামীম।
বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, বরিশালের মানুষ মজিবর রহমান সরোয়ারকে চার বার এমপি বানিয়েছে। কিন্তু তিনি বরিশালের কোনো উন্নয়ন করতে পারেননি। আমাকে জনগণ একবার সুযোগ দিলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে নিয়ে বরিশালকে মিনি সিঙ্গাপুরে পরিণত করবো।
বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না। নির্বাচনে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। এটা পুলিশের রুটিন কাজ। এখানে আওয়ামী লীগের কী করার আছে?
এ সময় জাহিদ ফারুক শামীমের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com