বরগুনার তালতলীতে প্রায় ১২ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ বিক্রি হয়েছে। শনিবার বিকালে তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী খলিলুর রহমান খুচরা প্রতি কেজি ৫শ টাকা দরে এ শাপলাপাতা মাছ বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী খলিলুর রহমান জানান, পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মহিপুর বাজার থেকে তিনি ১ লাখ টাকায় মাছটি ক্রয় করে নিয়ে আসেন। ১২ মণ ওজনের বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ তালতলী বাজারে বিক্রি হবে উল্লেখ করে তালতলী শহরে মাইকিং করলে এ মাছটি একনজর দেখতে এলাকার শত শত উৎসুক জনতা ভিড় জমান।
তবে মাছটি কেটে খুচরা বাজারে বিক্রি করার পর হিসাবান্তে জানা গেছে এটির ওজন হয়েছে প্রায় ১২ মণ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com