বরগুনায় ১০০ মাদকসেবী ও ব্যবসায়ীকে কাউন্সিলিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করা বরগুনায় ১০০ মাদকসেবী ও ব্যবসায়ীকে কাউন্সিলিং করা হয়েছে। রোববার দুপুরে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে এ কাউন্সিলিংয়ের আয়োজন করে করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বরগুনার পুলিশ সুপার বিজয়, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধো আনোয়ার হোসেন মনোয়ার, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক জাফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কাউন্সিলিংয়ে অংশ নেয়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা যাতে পুনরায় মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয় সেজন্য পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও এখনও যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের দ্রুত মাদক থেকে সরে আসার আহ্বান জানানো হয়।