বরগুনায় স্বামীর দায়ের কোপে স্ত্রী জাঁকিয়া নামের এক কিশোরী নিহত হয়েছে। বুধবার বিকাল ৪ টার সময় বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রী জাঁকিয়া আক্তার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের মো. হারুন জোমাদ্দারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে পার্শ্ববর্তী গুদিঘাটা গ্রামের রত্তন হাওলারের ছেলে আবু সালের সাথে তার বিবাহ বন্ধন হয়েছিল। সে থেকেই জাঁকিয়া বাবার বাড়িতে থেকে লেখাপড়া করতো। হঠাৎ কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এ ব্যাপারে কোন তথ্যই বলতে পারছে না এলাকাবাসি,তবে তারা আতংকিত।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদুজ্জামান বলেন, আমি ঘটনার কথা শুনেই ঘটনাস্থানে গিয়েছি এবং ঐ এলাকায় অভিযান চালিয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বাসী আবু সালেকে গ্রেফতার করেছি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com