বরগুনায় দুই হাজার পিস ইয়াবাসহ মোসা. হোসনেয়ারা বেগম শিউলি নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।
এর আগে, সকাল আটটার দিকে বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মোসা. হোসনেয়ারা বেগম শিউলি (৪৫), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মালিপাড়া (কবিরপুর) গ্রামের বাসিন্দা মো. সোহেলের স্ত্রী।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) বলেন, সকালে বরগুনা থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও সোহেলের অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।