বরগুনায় মহড়ার সময় রাস্তায় উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

লেখক:
প্রকাশ: ২ years ago

বরগুনা-কাকচিড়া রুটের বড়ইতলা এলাকায় সুরঞ্জনা মোড়ে বরগুনা ফায়ার সার্ভিসের একটি পানিভর্তি গাড়ি নিয়মিত মহড়ার সময় দুর্ঘটনার শিকার হয়।

শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িটির চালক জাহাঙ্গীরসহ আব্বাস ও আসাদ নামে ওপর দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ইদ্রিস চৌকিদার বলেন, গাড়িটি খুব দ্রুতবেগে এসে এখানে উল্টে যায়। তখন রাস্তা একদম ফাঁকা ছিল।

বরগুনা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদ জানান, ফায়ার সার্ভিসের এসব গাড়ি নিয়ে নিয়মিতই মোহড়া করতে হয় চালক ও ফায়ার ফাইটারদের। তেমনি আজও নিয়মিত মোহড়ার অংশ হিসেবে এ গাড়ি নিয়ে বড়ইতলার দিকে যান ফায়ার ফাইটাররা। এ সময় এ দুর্ঘটনা ঘটে।