বরগুনায় ভেজাল বিরোধী অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পচাঁ মাংস জব্দ ব্যবসায়ীকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরগুনার তালতলী উপজেলার নির্ৰাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার জরিমানা করেন।

আজ বৃহস্পতিবার ১১টায়  মেসার্স বাংলাদেশ মেডিকেল হল এর মালিক নাসির উদ্দিনকে মেয়াদ উত্তীর্ণ বিদেশী ঔষধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন একই সময় তালতলীর কাচা বাজারে অভিযান চালিয়ে মাংস ব্যবসায়ী জালাল কসাইর ফ্রিজে পচাঁ মাংস রাখার দায়ে ২০হাজার টাকা জরিমানা করেন।

এবং বিদেশী ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে জনগণের সামনেই তা আগুনে পুরিয়ে ফেলেন এবং পচা মাংস জনসম্মুখে মাটিতে পুতে দেওয়া হয়।

উপজেলার নির্ৰাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান বলেন, পরবর্তীতেও জনসাধারণের সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।