বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে এফবি আল মেহেদী নামের একটি মাছধরা ট্রলারের ৯ জেলেসহ ১৬০ কেজি হাঙ্গর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথরঘাটা লঞ্চঘাট খালের মোহনা থেকে জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো ধ্বংস ও জেলেদের ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা রেখে ট্রলারটি ছেড়ে দেয়া হয়।
আটক জেলেরা হলেন – মো: করিম, পনু মৃধা, রুহুল আমিন, মিলন, আ: হক, রফিক, মাহাবুব, সোহাগ, সহিদ। তাদের সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
কোস্টগাডে দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কন্টিজেন কমান্ডার মো: জমির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কিছু আসাধু জেলে নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে পাচার করছেন।
এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা লঞ্চঘাট খালের মোহনায় অভিযান চালিয়ে এফবি আল মেহেদী নামের একটি মাছধরা ট্রলার, ৯ জেলেসহ ১৬০ কেজি হাঙ্গর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মাদ আল মুজাহিদ জেলেদের ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ট্রলারটি মুচলেকার বিনিময়ে ছেড়ে দেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com