 
     বরগুনার পাথরঘাটা থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নাসির খানের মালিকানা এফবি আবদুল্লাহ নামে একটি ট্রলার ডুবির ঘটনার ১২ ঘণ্টা পর ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বরগুনার পাথরঘাটা থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নাসির খানের মালিকানা এফবি আবদুল্লাহ নামে একটি ট্রলার ডুবির ঘটনার ১২ ঘণ্টা পর ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে ১ নম্বর বয়ার দক্ষিণে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারের তলা ফেটে ১৭ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলারটির ডুবে যাওয়ার পর এফবি মাকসুদা ট্রলারের মাঝি কালামসহ জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের ভাসতে দেখে তাদের উদ্ধার করে।
ডুবে যাওয়া এফবি আবদুল্লাহ ট্রলারটির মালিক উপজেলার বাদুরতলা গ্রামের নাসির খান। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com