বরগুনায় ট্রলির চাপায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী নিহত

:
: ৬ years ago

বরগুনার আমতলী উপজেলার আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে গোজখালী সড়কের বাইনবুনিয়া স্থানে ট্রলির চাপায় ইদিয়ামিন (১৫) নামের এক ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন মা সাবিহা ইসায়মিন ইরিন(৩০) ও মোটর সাইকেল চালক খলিলুর রহমান(৩৮)।

আমতলী পৌরসভার একে স্কুল সংলগ্ন খান ফার্মেসির মালিক মোঃ দেলোয়ার হোসেন খানের একমাত্র ছেলে ইদিয়ামিন ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করতে মা সাবিহা ইয়াসমিন ইরিনকে নিয়ে মোটর সাইকেলে করে গোজখালী পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে বাইনবুনিয়া নামক স্থানে পিছন দিক থেকে বালি ভর্তি একটি ট্রলি মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরীক্ষার্থী ইদিয়ামিন নিহত হয়। মা ইরিন ও মোটর সাইকেল চালক খলিলুর রহমান গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সংঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

আমতলী থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।