বরগুনায় ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ প্রকৌশলী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরগুনা জেলার সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়াকে ঘুষের ১৪ লাখ ৫০ হাজার টাকাসহ নিজ দপ্তর থেকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেল পৌনে তিনটায় তাকে গ্রেফতার করা হয়। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোপন সূত্রে তথ্য পান যে, বরগুনা সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভূঁইয়া বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে ঠিকাদারি কাজের জন্য চেক ইস্যু করে ঘুষ বাবদ ১৫ লাখ টাকা গ্রহণ করেছেন। দুদকের সোর্স আরও জানায়, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার ভূঁইয়া তার অফিসের তিন তলার একটি কক্ষে বসবাস করেন এবং টাকাগুলো ওই কক্ষেই রয়েছে। বিষয়টি কমিশনকে জানালে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বিশেষ টিমকে এবং ওই প্রকৌশলীর অফিস ও বাসা তল্লালি করার অনুমতি প্রদান করা হয়। সার্বিকভাবে অভিযান তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয় দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবালের ওপর।