পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দাম পাল্লা দিয়ে বেড়ে চলেছে। বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটায় বিএফডিসি পাইকারি বাজারে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৫ হাজার ৩৮০ টাকায়। এক সপ্তাহ আগেও এ বাজারে একই ওজনের ইলিশ বিক্রি হতো ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায়।
পাথরঘাটা বিএফডিসির আড়তদার খান মো. হাবিব বলেন, বৃহস্পতিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিউ আলামিন ফিসের স্বত্ত্বাধিকারী মো. টিপু আলমের কাছ থেকে পাইকার মো. ইউসুফ ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৫ হাজার ৩৮০ টাকায় ক্রয় করেন।
পাইকার মো. ইউসুফ মিয়া বলেন, এ মাছটি ঢাকায় পাঠানো হয়েছে, সেখানে দ্বিগুণ দামে বিক্রি হবে!
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com