বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বরগুনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী বিমান কান্তি গুহ’র মাতা নীলিমা রানী গুহ গতকাল বুধবার রাত ৯ টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজগৃহে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। নীলিমা গুহ একজন সাদাসিদে ও ধার্মিক ছিলেন।
তার পাঁচ উপযুক্ত ছেলে ও অসংখ্য নাতি-নাতনী আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়িতে পারিবারিক শশ্মানঘাটে তার মরদেহের সনাতন ধর্মের বিধিবিধানুসারে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সকল রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের সাথে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।